প্রথম দিনে ৫ রাজ্যে ৩ লক্ষ বজরং দলের সদস্য



সারা দেশে ৫১ লক্ষ বজরং দলের ভর্তি অভিযান এর লক্ষে প্রথম দিন বিরাট সংখ্যক বজরং দলের সদস্য হলেন ।আজ আসামে টাইমস অফ ইন্ডিয়া এর সঙ্গে কথা বলে বজরং দলের রাষ্ট্রীয় সংযোজক শ্রী মনোজ ভার্মা জি জানান প্রথম দিনে শুধুমাত্র  ৫ রাজ্যে ৩ লক্ষ হিন্দু যুবক বজরং দলে ভর্তি হয়েছে ।

মনোজ জি  জানান,আসামে ৩২০০০,সৰ্বাধিক মধ্যপ্রদেশে ১লক্ষ ৭৭ হাজার ,রাজস্থানে ২০০০০ এবং পশ্চিম উত্তর প্রদেশে ১৬০০০ বজরং দলে ভর্তি হয়েছে ।

দক্ষিণের রাজ্যে এবার ১৭০০০ এর বেশি বজরং দলে নতুন সদস্য হয়েছে ।তিনি বলেন ,তামিলনাড়ু তে ১২০০,তেলেঙ্গানাতে ১১০০০,কেরেলাতে ৩০০০ এবং ২০০০ এর বেশি অন্ধ্র প্রদেশে প্রথম দিনে বজরং দলে ভর্তি হয়েছে ।

এছাড়া মীরাট "প্রান্ত" যেটা ১৬ টা জেলা কভার করে,তাই সংযোজক শ্রী বলরাজ দুঙ্গার টাইমস অফ ইন্ডিয়াকে জানান ,এবার বুলান্দশহরে নতুন ৫০০০ এবং ২০০০০ মোরাদাবাদ প্রথমদিনে বজরং দলে সদস্য হন এবং তারা গ্রামাঞ্চলকে বিশেষ ভাবে নজর দিচ্ছেন এই কর্মসূচির জন্য ।

Comments