গঙ্গাসাগর মেলায় বিশ্ব হিন্দু পরিষদের সেবাকাজের ৩৯ বছর



প্রতি বছর মকর সংক্রান্তি উৎসবের পবিত্র পর্ব উপলক্ষে গঙ্গাসাগরে দেশ বিদেশের লাখো লাখো তীর্থযাত্রী গঙ্গা এবং সাগরসঙ্গমে পুন্য স্নানের জন্য একত্রিত হন। এই পুন্য কাজে সহযোগী হিসাবে কলকাতার বাবুঘাট এবং গঙ্গাসাগর প্রাঙ্গনে বিশ্ব হিন্দু পরিষদ দ্বারা আয়োজিত সেবা কাজের উদ্বোধন অনুষ্ঠিত হয় গত ৯ জানুয়ারী ২০১৮ কলকাতার বাবুঘাটে ।সেবাকাজ চলে ৮ দিন । সমাজসেবী ও উদ্যোগপতি বেগরাজ গোয়েল সেবাশিবির উদ্বোধন করেন বিশ্ব হিন্দু পরিষদের কেন্দ্রীয় সহ সভাপতি শ্রী বালকৃষ্ণ নায়েক ,শ্রী গোপাল ঝুনঝুয়ালা ,নন্দলাল লোহিয়া ,ক্ষেত্র সংগঠন সম্পাদক শচীন্দ্রনাথ সিংহ ,এবং প্রান্তীয় কার্যকর্তা ও পশ্চিম কলকাতা জেলা পদাধিকারী উপস্থিত ছিলেন । গঙ্গাসাগর মেলাক্ষত্রে প্রমুখ সত্যনারায়ণ জী মরজাবালা বলেন, মেলা উপলক্ষে তীর্থ যাত্রীদের নিঃশুল্ক আবাস,ভোজন ,চা ,বাচ্ছাদের জন্য দুধ ,চিকিৎসা ,পানীয় জল প্রদান করা হয় ।উদ্বোধন অনুষ্ঠানটি পরিচালনা করেন রামগোপাল সুঙ্গা এবং সকলকে প্রসাদ বিতরণ করেন শ্রী হকিকত রায় কাপুর ,অশোক দুবে এবং সুমন দুগ্গর।আলমবাজার মঠের সন্ত মধু মহারাজ সকলকে আশীর্বচন প্রদান করে গঙ্গাসাগরের পূর্ণ স্নানের মাহাত্ব এবং এই কাজে ব্রতী হওয়ার জন্য সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন ।  

Comments