বিশ্ব হিন্দু পরিষদের চাপে সিদ্ধান্ত বাতিল এমিরেটস কর্তৃপক্ষের,বহাল থাকবে "হিন্দু মিল"

বিশ্ব হিন্দু পরিষদের চাপে সিদ্ধান্ত বাতিল এমিরেটস কর্তৃপক্ষের,এমিরেটস-এর বিমানে থাকবে হিন্দু যাত্রীদের জন্য নিরামিষ খাওয়ারের ব্যবস্থা...|
বিমানে সফরত হিন্দু যাত্রীদের জন্য "হিন্দু মিল" সিদ্ধান্ত প্রত্যাহার করে নিল এমিরেটস,বিমান সংস্থাটি মঙ্গল বার ঘোষণা করেছিল তাদের বিমানে সফরকারী হিন্দু যাত্রীরা তাদের খাদ্য দ্রব্যের বিপুল সম্ভার থেকে যে কোনো খাওয়ার বেছে নিতে পারেন,আলাদা ভাবে আজ থেকে আর "হিন্দু মিল" থাকবেনা ,কিন্তু এই সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানায় বিশ্ব হিন্দু পরিষদ  
পরিষদের শীর্ষস্থানীয় নেতা ও সাধারণ সম্পাদক ড: সুরেন্দ্র জৈন সর্বভারতীয় বাংলা সংবাদ মাধ্যম কে জানান , "বিভিন্ন এয়ারলাইন এখন যেখানে তাদের খাবারে হিন্দু ও জৈন খাবারের অপশন যোগ করছে, তখন এমিরেটস কীভাবে এই সিদ্ধান্ত নিল সেটাই আমাদের মাথায় ঢুকছে না!"

"ব্যবসায়িক দৃষ্টিতেও যেমন এই সিদ্ধান্ত তাদের জন্য হঠকারী হবে, তেমনি নিরামিষাশী হিন্দুদের জন্যও এটা একটা ঘোর অন্যায়। আমি নিশ্চিত এর পর অনেক হিন্দুই এমিরেটসকে এড়িয়ে চলবেন", বলছিলেন তিনি। 
বিশ্ব হিন্দু পরিষদের তীব্র প্রতিবাদের মুখে পরে, বিমান সংস্থাটি বুধবার তাদের সিদ্ধান্ত বাতিল করে দিয়ে এক বিজ্ঞপ্তিতে জানায় হিন্দু যাত্রীদের জন্য বিশেষ নিরামিষ খাওয়ারের ব্যবস্থা থাকবে এমিরেটস-এ..!!

Comments

Post a Comment