জেহাদি আন্দোলন বাংলার নিরাপত্তার জন্য বিপদজনক : ভিএইচপি নেতা শচীন্দ্রনাথ সিনহা

কিছুদিন ধরে দেশের কয়েকটি রাজ্যে বিশেষ করে সীমান্তবর্তী পশ্চিমবঙ্গে যে ভাবে  কেন্দ্র সরকারের নাগরিকত্ব আইন (CAA ) নিয়ে দেশ বিরোধী কার্যকলাপ , দীর্ঘ দিন ধরে শহরের গুরুত্বপূর্ণ রাস্তায় মহিলা ও স্কুল পড়ুয়া কচি কাচাদের নিয়ে অবস্থান - মিছিল , দেশ বিরোধী 'আজাদী' স্লোগান ও উস্কানিমূলক বক্তব্য রাখা হচ্ছে অবিলম্বে তা বন্ধ করা হোক । কলকাতার পার্ক সার্কাস সহ পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী জেলাগুলিতে যে ভাবে জেহাদী মুসলিম সংগঠনের উগ্রবাদী কার্যকলাপ দিন প্রতিদিন সংগঠিত হচ্ছে তা এই রাজ্যের পক্ষে ভয়ংকর বিপদজনক ।রাজ্য সরকারের ভূমিকা প্রশ্ন সূচক । গণতন্ত্র দিবসের সময় দেশের বাহ্যিক ও অভ্যন্তরীণ সুরক্ষার দিক থেকেও সংকট । পশ্চিমবঙ্গ সরকারকে অবিলম্বে এর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া উচিৎ  ।

গণতন্ত্র দিবসের প্রাক্কালে যারা রাস্তায় নেমে " আজাদী" চাইছেন তারা কি মনে করেন  -- " এ আজাদী ঝুটা হ্যায় ।"---কমুনিস্টদের এক সময়ের এই জনপ্রিয় স্লোগানকে আজ স্বাধীনতার ৭৩ বছর পরে সমর্থন করে কোন যুক্তিতে? সারা বিশ্বজুড়ে " কমুনিস্ট চিন্তা" যখন অপ্রাসঙ্গিক ,তখন তার চিতাভস্মের উপর পেট্রোল ঢেলে আবার আগুন জ্বালানোর চেষ্টা কিসের ? সত্যের একি অপলাপ ।জেএনইউ-জামিয়া মিলিয়া-আলীগড় -যাদবপুর বিশ্ববিদ্যালয় কি কমুনিস্ট নেতৃত্ব নির্মাণের আঁতুরঘর ।...

-ডাঃ শচীন্দ্রনাথ সিনহা
অখিল ভারতীয় সহ সম্পাদক  ,বিশ্ব হিন্দু পরিষদ 

Comments