শ্রীরামজন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টে মুখ্য ভূমিকায় বিশ্ব হিন্দু পরিষদের নেতারা

স্টাফ রিপোর্টার : এবার  রাম মন্দির নির্মাণের ক্ষেত্রে  পুরোপুরি নিয়ন্ত্রণ নিল  রাম জন্মভূমি ন্যাস এবং বিশ্ব হিন্দু পরিষদ
বিশ্ব হিন্দু পরিষদের মার্গদর্শক মণ্ডলীর সদস্য পূজ্য মহন্ত নিত্য গোপাল দাসজী মহারাজকে শ্রীরাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টের অধ্যক্ষ এবং বিশ্ব হিন্দু পরিষদের আন্তঃরাষ্ট্রীয় উপাধ্যক্ষ শ্রী চম্পত রায় জীকে শ্রীরাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টের সম্পাদক, এবং পুনের সন্ত গোবিন্দ গিরি মহারাজ কোষাধ্যক্ষ  নিযুক্ত হয়েছেন
এনাদের নেতৃত্বে অযোধ্যায় হিন্দুদের দীর্ঘ দিনের স্বপ্ন ভব্য রাম মন্দির নির্মাণ কার্যকরী হবে।

সূত্র নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস
https://www.newindianexpress.com/nation/2020/feb/20/vhp-leaders-get-prime-slots-in-ram-teerth-kshetra-trust-2105804.html

Comments

  1. অন্য যেখানে ইচ্ছে তীর্থ মন্দির করে বেড়াও কিন্তু বাংলায় ঢুকে রাম পাগলামি দেখালে স্যাটা ভাঙা মার পড়বে। বিশ্ব হিন্দু পরিষদের চামচারা যেনো শুনে রাখে।

    ReplyDelete

Post a Comment