লাভ জিহাদ ইস্যুতে নুসরাতকে এক হাত নিলেন বিশ্ব হিন্দু পরিষদ নেতা সুরেন্দ্র জৈন

 

হিন্দু নারীরা প্রতারণার শিকার লাভ জিহাদ প্রসঙ্গে ঠিক এভাবেই তৃণমূল সংসদ নুসরাতকে কড়া ভাষায় আক্রমণ করলেন বিশ্ব হিন্দু পরিষদের আন্তর্জাতিক যুগ্ম সাধারণ সম্পাদক ডঃ সুরেন্দ্র কুমার জৈন জি । আজ এক দৈনিক পত্রিকার সঙ্গে কথা বলার সময়  তিনি তৃণমূল সাংসদকে খোলা চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তিনি বলেন , লাভ জিহাদ নিয়ে বড়বড় কথা বলার আগে বিষয়টি নিয়ে আমার সাথে বিতর্কে অংশ গ্রহণ করতে  ।

উল্লেখ্য নুসরাত লাভ জিহাদ শব্দের বিরোধিতা করে বলে , "ভালোবাসা ব্যাক্তিগত অনুভূতি ।লাভ জেহাদের নাম করে অহেতুক ধর্মের নামে রাজনীতি করবেন না ।"তার মতে লাভ ও জেহাদ শব্দ দুটি একসঙ্গে উচ্চারিত হতে পারে না । এরই পাল্টা সুরেন্দ্র জৈন বলেন,  "নানা রকমভাবে  ভুলিয়ে বা প্রলোভন দেখিয়ে ধর্মান্তরিত করানোর ঘটনাকে কেরল হাইকোর্ট নাম দিয়েছিলো লাভ জিহাদ ।আর এই লাভ জিহাদ এর শব্দ দুটির মধ্যে লুকিয়ে রয়েছে হাজার হাজার হিন্দু নারীর প্রতারিত হওয়ার ও অন্ধকার গলিতে হারিয়ে যাওয়ার করুন  কাহিনী ।নুসরাত জাহান নিজে একজন সাংসদ। সর্বোপরি তিনি একজন মহিলা হয়ে এই লাভ জেহাদকে যেভাবে সমর্থন করছেন , তাতে মহিলাদের প্রতি তাঁর মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে প্রশ্ন উঠছে ।" 

Comments