ফেসবুকে ব্রাহ্মণদের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্যের জের,একাধিক অভিযোগ দায়ের


সায়ন চক্রবর্তী : সোশ্যাল মিডিয়ায় ব্রাহ্মণদের নিয়ে কুরুচিকর পোস্ট। ঘটনার জেরে অরিত্র সানা নামের এক ব্যক্তির বিরুদ্ধে একাধিক অভিযোগ জমা পড়লো।


 অরিত্র সানা নামের ওই ব্যক্তি ফেসবুকে ব্রাহ্মণদের রাক্ষস হিসেবে দেখান এবং বিভিন্ন শাস্ত্রীয় বই তাদের পায়ের তলায় রাখা আছে এমন চিত্র অঙ্কন করেন।


এর পরেই সম্প্রদায়ের বিরুদ্ধে  প্রতিহিংসা সৃষ্টি এবং জাতি হিংসায় উসকানি দেওয়ার অভিযোগ এনে লালবাজার সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেন বিশ্ব হিন্দু পরিষদ এর রাজ্য  প্রচার প্রসার প্রমুখ সৌরীশ মুখার্জি।



সৌরীশ  বাবু অভিযোগ করেন, এই পোস্টের মাধ্যমে ব্রাহ্মণদের তো ছোট করে দেখানো হয়েছে সঙ্গে হিন্দুশাস্ত্র ব্রাহ্মণদের পায়ের তলায় দেখানো হয়েছে। এর ফলে শুধু ব্রাহ্মণ নয় সমগ্র হিন্দু সমাজের তথা হিন্দু শাস্ত্রেরও অবমাননা করা হয়েছে এবং এই পোস্টের মাধ্যমে জাতি হিংসা ছড়াতে পারে বলেও আশঙ্কা করছেন সৌরীশবাবু   । ভবিষ্যতে যাতে কেউ এই ধরনের বিভেদ সৃষ্টি বা উস্কানি না দিতে পারে তার জন্য অরিত্রর বিরুদ্ধে থানায় অভিযোগ জানিয়ে উনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন তিনি।




পাশাপাশি এই বিষয়ে একই অভিযোগ এনে আসানসোল সাইবার থানায় অভিযোগ দায়ের করেছেন সায়ন চক্রবর্তী নামের একজন বজরং দলের কর্মী।উনিও দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি চান না হলে ভবিষ্যতে আন্দোলনের নামে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।



Comments